পাবনা: পাবনার ভাঙ্গুড়ায় ফিলিস্তিনের জন্য দোয়া করে অঝোরে কাঁদলেন এক পান দোকানদার। শনিবার (১১ মে) দুপুরে উপজেলার ভাঙ্গুড়া বাজারের পান দোকানদার শামসুল আলম ফিলিস্তিনিদের জন্য দোয়া করেন।
পবিত্র জেরুজালেম ও মসজিদুল আকসায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা, ফিলিস্তিন জাতির জীবনের নিশ্চয়তা এবং জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে দোয়া করে অঝোরে কেঁদেছেন তিনি।
সেময় তার দোকানে থাকা মানুষজন তার এই দোয়ার প্রশংসা করেন।
সেলিম রেজা নামের এক ব্যক্তি বলেন, শুধুমাত্র শামসুল আলম ভাই নয়, আমাদের সবার উচিত ফিলিস্তিনিদের জন্য সব সময় দোয়া করা
পান দোকানদার শামসুল আলম সোনালী নিউজকে বলেন, ইসরায়েলের বর্বর আচরণ পুরোপুরি অগ্রহণযোগ্য। তাদের শত্রুতামূলক আচরণের মাধ্যমে পবিত্রতা ও মর্যাদা বিনষ্ট করছে। আমরা মহান আল্লাহর কাছে পবিত্র মসজিদুল আকসা এবং ফিলিস্তিন জাতি গঠনে বিনীতভাবে প্রার্থনা করি।
আইএ







































