• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১

শ্রীপুরে আচরণ বিধি ভঙ্গের দায়ে এক ব্যক্তিকে ৩ দিনের জেল 


গাজীপুর প্রতিনিধি মে ২১, ২০২৪, ০৩:৩০ পিএম
শ্রীপুরে আচরণ বিধি ভঙ্গের দায়ে এক ব্যক্তিকে ৩ দিনের জেল 

ছবি : প্রতিনিধি

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে এক ব্যক্তিকে ৩ দিনের জেল দিয়েছেন নির্বাচনে দ্বায়িত্বে থাকা ভ্রাম্যমাণ আদালত। দন্ডিত ব্যক্তি হলেন, কামরুল হাসান খান (৪৪)। তিনি উপজেলার গোসিংগা গ্রামের ফাইজুদ্দিনের ছেলে। 

মঙ্গলবার (২১ মে) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার গোসিংগা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ইমাম রাজি টুলু এ দণ্ড প্রদান করেন।

এ দিকে উপজেলার গোসিংগা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোজাম্মেল হক শেখ জানান, অভিযোগ উঠেছে তিনি সকাল থেকে কেন্দ্রের ভেতরে অনধিকার প্রবেশ করে ভোটারদের ধরে ধরে নিয়ে যাচ্ছিলেন। সে কোন এজেন্টও না, পুলিং এজেন্টও না। সে একাধিকবার কেন্দ্রের ভেতর ঢুকছিলেন এবং বাইরে যাচ্ছিলেন। পরে তাকে এ বিষয়ে সতর্ক করা হয়।এর পরেও তার আচার-আচরণ পরিবর্তন না হলে বারবার ঘোরাফেরা করা এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে এ দণ্ড দেন দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট।

এসআই

Wordbridge School
Link copied!