• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রংপুরে মহিপুর তিস্তা সেতুতে ভাঙন, আতঙ্কিত পথচারীরা


তুষার আচার্য্য, রংপুর প্রতিনিধি জুন ২১, ২০২৪, ০৭:২২ পিএম
রংপুরে মহিপুর তিস্তা সেতুতে ভাঙন, আতঙ্কিত পথচারীরা

রংপুর: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদীতে অবস্থিত মহিপুর তিস্তা শেখ হাসিনা সেতুতে ভাঙন দেখা দিয়েছে। শুক্রবার(২১ জুন) বিকালের দিকে সেতুর উপরিভাগের অংশ ভেঙে উঠে যায়।এতে পথচারী ও ঘুরতে আসা দর্শনার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে।

সরেজমিনে দেখা যায়, ভাঙা অংশটিতে সতর্কতামূলক লাল শালু দেয়া হয়েছে এবং ভারি যান চলাচলে ভেঙে যাওয়া স্থানটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে হঠাৎ সেতুর উপরের অংশ ভেঙে খুলে আসতে শুরু করে। এরপর দর্শনার্থীদের মধ্যে একজন লাল শালু টাঙিয়ে দেয়।

এই ঘটনার পরে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সেতুতে গঙ্গাচড়া থানা পুলিশের একটি মোবাইল টিম নিয়োজিত করা হয়েছে।

আইএ

Wordbridge School
Link copied!