• ঢাকা
  • বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১

ফেনীতে ৪ জন নিহত


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৪, ২০২৪, ০৪:০১ পিএম
ফেনীতে ৪ জন নিহত

ঢাকা: রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সকাল থেকেই ছাত্র-জনতার সঙ্গে সংঘর্ষ চলছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। সংঘর্ষে ফেনীতে এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর সংবাদ জানা গেছে।     

রোববার (৪ আগস্ট) ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, এখন পর্যন্ত ৪ জন মারা গেছেন। অনেকের অবস্থা সংকটাপন্ন। প্রায় ৬০ জনের মতো আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন জেনারেল হাসপাতালে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। 

এদিকে সরকার পতনের এক দফা দাবিতে  অসহযোগ আন্দোলনে এখন পর্যন্ত মুন্সিগঞ্জে ২ জন, বগুড়ায় ৩ জন, মাগুরায় ২ জন, পাবনায় ৩ জন ও রংপুরে ২ জনসহ ১১ জন নিহতের সংবাদ পাওয়া গেছে। 

এআর

Wordbridge School
Link copied!