• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চুয়াডাঙ্গার সেনাবাহিনীর অভিযান, পিস্তল-গুলিসহ আটক ১


চুয়াডাঙ্গা প্রতিনিধি অক্টোবর ১০, ২০২৪, ১১:০৫ এএম
চুয়াডাঙ্গার সেনাবাহিনীর অভিযান, পিস্তল-গুলিসহ আটক ১

ছবি : প্রতিনিধি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা এলাকায় অভিযান চালিয়ে একটি অত্যাধুনিক নাইন এমএম পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনা সদস্যরা। এসময় শাহারুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে দর্শনা থানার মোবারকপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাহারুল ইসলাম (৩৭) মোবারক পাড়ার পেয়ার আলীর ছেলে।

অভিযান সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের কমান্ডার লে. কর্ণেল আবেদীনের নেতৃত্বে দর্শনার মোবারক পাড়ায় অবৈধ অস্ত্রবিরোধী অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি দল। অভিযানে শাহারুল ইসলামকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। একইসাথে তার বাড়ির পিছন থেকে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় একটি অত্যাধুনিক বিদেশী (মেড ইন ইউএসএ) পিস্তল, ২ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্প কমান্ডার লে. কর্ণেল আবেদীন এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব্যক্তিকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআই

Wordbridge School
Link copied!