• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১

‘মুখে লাগাম দিন, নয়তো আমরা লাগাম পরিয়ে দেবো’


রংপুর প্রতিনিধি অক্টোবর ১৫, ২০২৪, ০২:৪২ পিএম
‘মুখে লাগাম দিন, নয়তো আমরা লাগাম পরিয়ে দেবো’

রংপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ ইমতি বলেছেন, ‘মনে রাখবেন আপনারা ২৪ এর বিপ্লব কে প্রশ্ন তুলছেন।এই রংপুরের মাটি থেকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা আপনাদের বক্তব্য দ্রুততম সময়ের মধ্যে প্রত্যাখ্যান করেন। না হলে বাংলার এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আপনাদের দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত। মুখের মধ্যে লাগাম লাগান নাহলে আমরা লাগাম লাগাই দিবো।’

আরেক প্রতিনিধি ইমরান আহমেদ বলেন, ‘রংপুর কারোর একার না, রংপুর আমাদের সবার। ২৪ এর বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছে রংপুরবাসী তাদেরকে ফুল দিয়ে বরণ করবে।তাদেরকে আটকানোর সাহস যদি কেউ দেখিয়ে থাকে, ফ্যাসিস্টদেরকে এই ছাত্র জনতা যেভাবে বিদায় করেছে ঠিক সেভাবেই রংপুর থেকে এদেরকে বিতাড়িত করা হবে। দ্রুততম সময়ের মধ্যে এই বক্তব্যকে প্রত্যাখ্যান করা না হলে সারাদেশের ছাত্রসমাজ এর সমুচিত জবাব দিবে।’

মঙ্গলবার (১৫ অক্টোবর) মধ্যরাতে রংপুর নগরীর মেডিকেল মোড় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে এই কথা বলেন আন্দোলনের দুই প্রতিনিধি। এসময় তারা মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে অবাঞ্চিত ঘোষণা করে রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জাতীয় পার্টির নেতা মোস্তাফিজার রহমান মোস্তফার কুটুক্তির প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা।

এর আগে সোমবার রাতে রংপুর জাপা কার্যালয়ে একটি কর্মীসভায় বক্তব্যে সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে টোকাই বলেন সাবেক মেয়র মোস্তফা।

এসময় তিনি সারজিস ও হাসনাত কে উদ্দেশ্য করে বলেন, ‘হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম যে ঘোষণা দিয়েছে এজন্য তারা রংপুরে আসতে পারবে না। যার যা কিছু আছে তাই নিয়ে এই রংপুরের পার্টি অফিসে বসে থাকবেন। আমরা দেখিয়ে দিতে চাই, রংপুরে জাতীয় পার্টির শক্তি কতটুকু। যদি এই আন্দোলনকে আমরা জনস্রোত করতে না পারি তাহলে জাতীয় পার্টি থেকে নাকে খত দিয়ে চলে যাবো। সারজিস আলম এবং হাসনাত আব্দুল্লাহর কোনও প্রোগ্রাম রংপুরের মাটিতে হতে দেওয়া হবে না।’

এসএস

Wordbridge School
Link copied!