• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

খাস জমিতে আ. লীগ নেতার পুকুর খনন, প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন


সিরাজগঞ্জ প্রতিনিধি নভেম্বর ৭, ২০২৪, ১১:০৪ পিএম
খাস জমিতে আ. লীগ নেতার পুকুর খনন, প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

সিরাজগঞ্জ: দীর্ঘ ২৪ বছর ধরে গ্রামবাসীর চলাচলের রাস্তা বন্ধ করে সিরাজগঞ্জের তাড়াশে সরকারি খাস জমিতে পুকুর খনন করায় চলাচল করতে পারছেন না ৯৬টি পরিবারের সদস্যরা। উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের হামকুড়িয়া খান পাড়ায় এ ঘটনা ঘটেছে।

আর এর প্রতিবাদে বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার হামকুরিয়া গ্রামে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মো. মহরম আলী প্রামাণিকের বিরুদ্ধে ভুক্তভোগী ওই গ্রামের নারী-পুরুষ মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন।

গ্রামবাসীরা অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে ভূমিহীন না হয়েও সরকারি খাস সম্পত্তি বন্দোবস্ত নিয়ে পুকুর খনন করেন মো. মহরম আলী। যে কারণে খানপাড়ার ৯৬টি পরিবার চলাচলের রাস্তা না পেয়ে ভোগান্তি পোহাচ্ছেন।

মানববন্ধনে ভুক্তভোগী মো. তছলিম উদ্দিন, রাহাত আলী, ফরিদ হোসেন বলেন, ২০০০ সালে  মাগুড়া বিনোদ ইউনিয়ন  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ মো. নজরুল মোল্লার নেতৃত্বে আওয়ামী লীগ নেতা মহরম আলী প্রমাণিক, তার স্ত্রী রুবিনা খাতুন এবং তার ছোট ভাই মো. আউয়াল হোসেন প্রামণিক ভূমি অফিসের যোগসাজসে এবং ক্ষমতার অপব্যবহার করে ১নং খাস খতিয়ানের ৬৯ শতাংশ জায়গা বন্দোবস্ত নেন। পরে ওই জায়গায় পুকুর খনন করেন মহরম আলী। এ সময় পুকুর খননে বাধা দিলে মহরম আলী অকথ্য ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকি দেন স্থানীয়দের। এর আগে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দিলেও কোন প্রতিকার পাননি ভুক্তভোগীরা।

ভুক্তভোগী মোছা. আদরী খাতুন জানান, তারা নিজ বাড়ি হতে বের হয়ে রাস্তায় উঠতে পারছেন না। অন্যের বাড়ির ভিতর দিয়ে চলাচল করতে হচ্ছে। এ কারণে চরম ভোগান্তির মধ্য দিয়ে তাদের জীবনযাত্রা অতিবাহিত হচ্ছে। অনতি বিলম্বে বন্দোবস্তকৃত দলিল বাতিল পূর্বক খাস জায়গা উদ্ধার করে জনগণের চলাচলের রাস্তা নির্মাণের জন্য সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

দখলের বিষয় জানতে চাইলে মহরম প্রামাণিকের স্ত্রী রবিনা খাতুন বলেন, আমরা ভূমিহীন। সরকারের নিকট থেকে বন্দোবস্ত নিয়ে ভোগ দখল করছি।

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খালিদ হাসান জানান, এই বিষয়ে মাগুরা বিনোদ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এসএস

Wordbridge School
Link copied!