• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘আনন্দের আহার’ আয়োজন মেহেরপুর ভাবনা সংগঠনের


নিজস্ব প্রতিবেদক:  নভেম্বর ৯, ২০২৪, ০৩:২৮ পিএম
‘আনন্দের আহার’ আয়োজন মেহেরপুর ভাবনা সংগঠনের

ঢাকা: মেহেরপুর ভাবনা সংগঠন সব সময় ব্যাতিক্রমী কিছু করার চেষ্টা করে। সেই ধারাবাহিকতা এবার সংগঠনটি মেহেরপুরের অসহায় শিশুদের নিয়ে আয়োজন করে "আনন্দের আহার"।

সামর্থ্য না থাকায় যে সকল শিশু রেস্টুরেন্টে খেতে যেতে পারে না। টিভিতে কিংবা সামর্থ্যবান বন্ধুর কাছে গল্প শুনেছে পিৎজা, বার্গার, চিকেনসহ মুখরোচক খাবারের। রেস্টুরেন্টে বসে খাওয়ার ইচ্ছা থাকলেও সামর্থ্যর কাছে হার মেনে মন খারাপ করে থাকে অনেক শিশু। এসকল শিশুদের কথা চিন্তা করে ভাবনা নামের সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের রেস্টুরেন্টে খাওয়ানোর সুযোগ করে দেয়।

শনিবার (৯ নভেম্বর) আনন্দের আহারে এসে শিশু রিফাত জানায় সে ক্লাস টুতে পড়ে, তার বাবা একজন রিক্সাচালক, দিন আনে দিন খায়। তার বন্ধু নিলয় তার বাবার সাথে রেস্টুরেন্টে বসে চিকেন ও বার্গার খেয়েছিল সেই গল্প রিফাতকে শোনায়। রিফার তার বাবার কাছে রেস্টুরেন্টে খাওয়ার আবাদার জানালে তার বাবা তাকে অভাবের কথা শোনায়। রিফাত রেস্টুরেন্টে খেয়ে না যেতে পারায় তার অনেক মন খারাপ হয়। তবে আজ সে রেস্টুরেন্টে পিৎজা, বার্গার চিকেন ও অনেকে মুখরোচক খাবার খেয়ে অনেক আনন্দিত।

আইএ

Wordbridge School
Link copied!