• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় বিদেশি নাগরিকের মৃত্যু


কক্সবাজার প্রতিনিধি নভেম্বর ১৪, ২০২৪, ০৮:৫৪ পিএম
মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় বিদেশি নাগরিকের মৃত্যু

কক্সবাজার: টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে রেন্ট এ বাইক দুর্ঘটনায় ম্যাগরিন ডেনিয়েল পল (৪৯) নামের এক অস্ট্রেলিয়ান নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ইনানী সোনার পাড়ার ডেইল পাড়া মেরিন ড্রাইভ সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ জাহান বলেন, গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে। মরদেহের সুরতহাল সংগ্রহ করছে পুলিশ।  ধারণা করা হচ্ছে, তিনি কক্সবাজার বেড়াতে এসেছেন কিংবা কোন এনজিওতে কর্মরত ছিলেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।

এসএস

Wordbridge School
Link copied!