• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

খুলল গাজীপুরের সাফারি পার্ক, বদলে গেল নাম


গাজীপুর প্রতিনিধি নভেম্বর ১৫, ২০২৪, ১১:২৪ এএম
খুলল গাজীপুরের সাফারি পার্ক, বদলে গেল নাম

গাজীপুর: তিন মাস দশ দিন পর নতুন নামে খুলল গাজীপুরের সাফারি পার্ক। পার্কের নতুন নামকরণ করা হয়েছে সাফারি পার্ক, গাজীপুর। আগের নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুর।

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে পার্কটি খুলে দেওয়া হয়। গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় গাজীপুরের সাফারি পার্ক। ওই সময় পার্কে ব্যাপক ভাঙচুর করা হয়। দীর্ঘ তিন মাস দশ দিন বন্ধ থাকার পর শুক্রবার সকাল ৯টায় দর্শনার্থীদের জন্য পার্ক খুলে দেওয়া হয়। তবে পার্কের নতুন নামকরণ করা হয়েছে সাফারি পার্ক, গাজীপুর।

তিনি আরও জানান, পার্কের প্রবেশ ফি জনপ্রতি ৫০ টাকা। সকালে পার্কটি খুলে দেওয়ার পর প্রায় এক ঘণ্টায় ২০-৩০ জন দর্শনার্থী প্রবেশ করেন। দীর্ঘদিন বন্ধ থাকায় অনেকেই জানেন না, পার্কটি খুলে দেওয়া হয়েছে। পার্ক খোলার বিষয়টি প্রচার হলে দর্শনার্থীর সংখ্যাও বাড়বে।

এ সাফারি পার্কে বিভিন্ন বেষ্টনীতে উন্মুক্ত অবস্থায় রয়েছে বাঘ, ভাল্লুক, সিংহ, বিভিন্ন প্রজাতির হরিণ, বানর, জিরাফ, জেব্রা, সাপ, কুমির, হাতি, ময়ূর ও বিভিন্ন প্রজাতির পাখিসহ নানা ধরনের প্রাণী।

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বড় রাথুরা মৌজা এবং সদর উপজেলার পীরুজালী ইউনিয়নের চার হাজার ৯০৯ একর বনভূমি ছোট-বড় বিভিন্ন প্রজাতির প্রাণীর নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত এ সাফারি পার্ক। এর মধ্যে তিন হাজার ৮১০ একর এলাকাকে সাফারি পার্কের মাস্টার প্ল্যানের আওতাভুক্ত করা হয়েছে।

আইএ

Wordbridge School
Link copied!