• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শীতে জবুথবু চুয়াডাঙ্গা, তাপমাত্রা নেমেছে ১৪.২ ডিগ্রিতে


চুয়াডাঙ্গা প্র‌তি‌নি‌ধি নভেম্বর ১৮, ২০২৪, ১২:৫২ পিএম
শীতে জবুথবু চুয়াডাঙ্গা, তাপমাত্রা নেমেছে ১৪.২ ডিগ্রিতে

চুয়াডাঙ্গা: চলতি শীত মৌসুমের শুরুতেই শীতে জবুথবু হয়ে পড়েছে চুয়াডাঙ্গা। গত কয়েকদিন ধরে সকাল গড়িয়ে বিকেলের পরেই কমতে থাকছে তাপমাত্রা, সাথে বাড়ছে শীতের তীব্রতা। 

সোমবার (১৮ নভেম্বর) চুয়াডাঙ্গার তাপমাত্রার পারদ নেমে এসেছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯২ শতাংশ।  সোমবার সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাশের আদ্রতা ছিল ৯২ শতাংশ। যা চলতি মৌসুমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা।

দামুড়হুদা বাস রিকশাচালক খোকন মিয়া বলেন এখনই হাত-পা মনে হচ্ছে বরফ হয়ে আসছে। সন্ধ্যার পর শীত বাড়ে। আর কয়েকদিন পর রিকশা চালানো কষ্টকর হয়ে যাবে।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, গত ১৫ নভেম্বর থেকে চুয়াডাঙ্গা জেলায় তাপমাত্রা কমতে শুরু করেছে। আজ এ জেলায় সকাল ৯ টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪.২ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯২ শতাংশ। 

তিনি আরও জানান, গরমের মধ্যে হটাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় শীত বেশী অনুভূত হচ্ছে। 

এসএস

Wordbridge School
Link copied!