• ঢাকা
  • রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ ১৪৩০

বরিশালের সাবেক এমপি টিপু কারাগারে


বরিশাল প্রতিনিধি  ডিসেম্বর ৮, ২০২৪, ০৭:১০ পিএম
বরিশালের সাবেক এমপি টিপু কারাগারে

বরিশাল: বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

রোববার (৮ ডিসেম্বর) বরিশালের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে তাকে এ নির্দেশ দেওয়া হয়।

গণমাধ্যমে আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এএসআই খাদিজা বেগম জানিয়েছেন, গোলাম কিবরিয়া টিপু নির্বাচনী সহিংসতার মামলার আসামি হিসেবে আত্মসমর্পণ করে জামিন চান। 

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর রহমান জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। মামলার তদন্ত কর্মকর্তা তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছেন। আগামী ১০ ডিসেম্বর এ বিষয়ে শুনানি হবে।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে হামলার অভিযোগ ওঠে সাবেক এমপি টিপুসহ কয়েকজনের বিরুদ্ধে। 

অভিযোগে বলা হয়, তারা রামদা, লাঠিসোঁটা নিয়ে কেন্দ্রে হামলা চালিয়ে ভোটারদের ভয় দেখান। বিএনপির প্রার্থীর এজেন্টদের মারধর করে এবং কেন্দ্রে বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। এরপর ভোট দখল করে জাতীয় পার্টির প্রার্থী টিপুকে বিজয়ী করা হয় বলে অভিযোগ রয়েছে।

মামলাটি বাবুগঞ্জের বিএনপির নেতা আনোয়ার হোসেন হেমায়েত দায়ের করেন। এতে সাবেক এমপি টিপুসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়।

সাবেক এমপি টিপুর আত্মসমর্পণের পর মুলাদী ও বাবুগঞ্জের বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে তার ফাঁসির দাবি জানিয়েছেন। অন্যদিকে, জাতীয় পার্টির পক্ষ থেকে মামলাটিকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দাবি করা হয়েছে।

টিপুর গ্রেফতারের ঘটনাটি বরিশালের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি করেছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

এআর

Wordbridge School
Link copied!