• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কাপ্তাইয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা


রাঙামাটি প্রতিনিধি ডিসেম্বর ২৪, ২০২৪, ০২:২৪ পিএম
কাপ্তাইয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

রাঙ্গামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি ওবায়দুল্লাহকে (৪৫) দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৩ ডিসেম্বর) রাত ১০ টার দিকে বালুখালী এলাকায় এ ঘটনা ঘটে। 

পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল।

জানা যায়, ওবায়দুল্লাহ রাইখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বালুখালি এলাকার বাসিন্দা ছিলেন। 

তার ছেলে মো. আরিফ মঙ্গলবার বলেন, ‘আমার বাবা কারিগরপাড়া বাজার থেকে নিজের দোকান বন্ধ করে বাসায় আসার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় দাদুর পালিত পুত্র মেহেদি জড়িত। তিনি এক বছর আগে আমাকে হুমকি দিয়েছিল আমার বাবাকে দিনে না পারলে রাতে মেরে ফেলবে।’

তিনি আরও জানান, ঘটনার পর বাবাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে মারা যান তিনি।

এ বিষয়ে কাপ্তাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর সিদ্দিকী বলেন, ‘সোমবার রাতে রাইখালী ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি ওবায়দুল্লাহকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ওবায়দুল্লাহ রাতে কারিগর পাড়া বাজারে দোকান বন্ধ করে নিজ এলাকা বালুখালীর দিকে যাচ্ছিলেন। বালুখালী এলাকাটি দুর্গম এলাকা। হত্যাকাণ্ডে কারা জড়িত আমরা এখনো কিছু জানতে পারেনি। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।’

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শাহজাহান কামাল জানান, নিহত ব্যক্তির রাজনৈতিক পরিচয় পুলিশ এখনো পাইনি। তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করা হচ্ছে। এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করে নাই। অভিযোগ দায়ের করলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  এছাড়া তদন্ত করে এই ঘটনায় কেউ জড়িত থাকলেও ব্যবস্থা নেওয়া হবে।

এসএস

Wordbridge School
Link copied!