• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মুক্তি পাচ্ছেন কারাগারে থাকা ৬৪ ভারতীয় জেলে


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২, ২০২৫, ০৩:৫৫ পিএম
মুক্তি পাচ্ছেন কারাগারে থাকা ৬৪ ভারতীয় জেলে

ঢাকা: বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ ধরার সময় আটক ভারতীয় ৬৪ জেলেকে প্রায় তিন মাস পর বাগেরহাট জেলা কারাগার থেকে বন্দি বিনিময়ের মাধ্যমে মুক্তি দেওয়া হচ্ছে। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল থেকে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন থেকে তাদের গাড়িতে করে মোংলায় নিয়ে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করে। পরে কোস্টগার্ডের জাহাজে করে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে আরও দূরে বাংলাদেশ ভারতের জলসীমানায় তাদেরকে হস্তান্তর করা হবে। 

বাগেরহাটে ৬৪ জন ভারতীয় জেলে ছাড়াও এই তালিকায় পটুয়াখালীর আরও ৩৩ জন জেলে রয়েছে। এদিকে ভারতের কারাগারে থাকা বাংলাদেশের ৭৮ জন জেলেকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। তবে ভারতের জেলা কারাগারে আটক থাকা ৭৮ জন জেলে থাকলেও কতজনকে মুক্তি দেওয়া হবে তা এখনো জানা যায়নি। 

বাগেরহাট কারাগার থেকে মুক্তি দেওয়া ৬৪ জন ভারতীয় জেলের ৪৮ জনকে অক্টোবর মাসে এবং এবং ১৬ জনকে নভেম্বরে বঙ্গোপসাগরের সৃষ্ট ডানা ঝড়ের সময় বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করার কারণে কোস্টগার্ড তাদের আটক করে।

আইএ

Wordbridge School
Link copied!