• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বেরোবিতে আবু সাঈদ হত্যাকাণ্ডের তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল দল 


বেরোবি প্রতিনিধি জানুয়ারি ২০, ২০২৫, ০১:১৭ পিএম
বেরোবিতে আবু সাঈদ হত্যাকাণ্ডের তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল দল 

ছবি : প্রতিনিধি

রংপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পুলিশের গুলিতে নিহত হওয়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে এসেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল দল।

সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ১ নং গেট (আবু সাঈদ গেট) তারা পরিদর্শন করেন।

এসময় তারা প্রত্যক্ষদর্শী ও গণমাধ্যমকর্মীদের কাছ থেকে সেই দিনের ঘটনার বিবরণ শুনেন। এছাড়াও ঘটনার আলামত সংগ্রহ করেন।

পরে গণমাধ্যমকে প্রসিকিউটর মইনুল ইসলাম জানান, জুলাই বিপ্লবের পর অনেক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে এসেছে। এক সপ্তাহ আগে আবু সাঈদ হত্যাকাণ্ডের বিষয়ে একটি অভিযোগ এসেছে। সেজন্য আজ আমরা রংপুরে এসেছি। যারা চাক্ষুষ ঘটনাস্থলে ছিলেন, আমরা তাদের কথা শুনব। তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল থেকে ব্যবস্থা নেওয়া হবে।
 
এসআই

Wordbridge School
Link copied!