• ঢাকা
  • রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ২৬ মাঘ ১৪৩০

জামালপুরে সাবেক মেয়রের বাড়িতে গোপন বৈঠক, আটক ৮


জামালপুর প্রতিনিধি জানুয়ারি ২১, ২০২৫, ০৩:৪২ পিএম
জামালপুরে সাবেক মেয়রের বাড়িতে গোপন বৈঠক, আটক ৮

জামালপুর: জামালপুরে পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানুর বাড়ি থেকে গোপন বৈঠককালে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার রাতে পৌর শহরের পাথালিয়া এলাকায় সাবেক মেয়রের বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো: আতিক জানান, গতকাল রাতে সাবেক পৌর মেয়রের বাড়িতে বেশ কয়েকজন ব্যাক্তি একত্রিত হয়ে রাষ্ট্রবিরোধী গোপন বৈঠক করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আট জনকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন-পাথালিয়া পশ্চিমপাড়া এলাকার মৃত কেরামত আলীর ছেলে আব্দুল মান্নান (৪৮), একই এলাকার মৃত আলী আকবরের ছেলে আক্রাম হোসেন (৫২), মৃত সুরুজ আলীর ছেলে মাহমুদুর রহমান (৪৫), মৃত গুল মাহমুদের ছেলে আব্দুল মজিদ, পাথালিয়া গুয়াবাড়ী এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে মো: হেলাল উদ্দিন (৪৫), পাথালিয়া মধ্যপাড়া এলাকার মৃত আজিজুল হকের ছেলে সাবেক মেয়রের অফিস সহকারী মো: রাশেদুল ইসলাম (৩৯), কম্পুপুর মধ্যপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে মো: শামীম (৩৮) এবং বসাকপাড়া এলাকার মনিন্দ্র চন্দ্র দের ছেলে বিজয়। তবে তাদের কোন রাজনৈতিক পরিচয় জানা যায়নি।

ওসি আবু ফয়সাল মো: আতিক আরও জানান, আমরা তাদের আটক করে থানায় নিয়ে এসেছি। তারা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে বা জুলাই-আগস্টের ঘটনায় জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মামলা দায়ের করে যথাযথ আইনি প্রক্রিয়ায় আজ তাদের আদালতে সোপর্দ করা হবে।  

আইএ

Wordbridge School
Link copied!