• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রেমের টানে টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের হাত ধরে উধাও গৃহবধূ


পিরোজপুর প্রতিনিধি জানুয়ারি ২৬, ২০২৫, ০৩:৪১ পিএম
প্রেমের টানে টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের হাত ধরে উধাও গৃহবধূ

পিরোজপুর : পিরোজপুরের নাজিরপুরে স্বামীর লক্ষাধীক টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রেমের টানে প্রেমিকের হাত ধরে নিরুদ্দেশ হয়েছেন মোসা. মরিয়ম আক্তার (২১) নামের এক নারী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার ৯নং কলারদোয়ানিয়া ইউনিয়নের খলনি এলাকায় স্বামীর বাসা থেকে স্বর্ণ ও নগদ প্রায় আড়াই লক্ষ টাকা নিয়ে উধাও হন ওই গৃহবধূ এবং প্রেমিক রায়হান হাওলাদার (৩০)।

এই নারীর পরকীয়ার বিষয়টি জানতে পারে স্বামী সুমন খান। কিছুদিন আগে স্বামী সুমন পরকীয়া প্রেমিক রায়হানসহ স্ত্রী মরিয়মকে হাতেনাতে ধরেন। এ ঘটনা স্থানীয়দের মাধ্যমে মিটমাট করে নেন স্বামী। পরে গত ১৭ জানুয়ারী প্রেমিকের হাত ধরে উধাও হলে। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে বিষয়টি নাজিরপুর থানায় অবহিত করেন।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ৬/৭ বছরের পূর্বে ইসলামিক শরীয়ত মোতাবেক উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের খলনি গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মো. সুমন খানের সঙ্গে জেলার ভান্ডারিয়া উপজেলার তেলীখালী ইউনিয়নের হরিণপালা গ্রামের ইকবাল হোসন বিশ্বাসের মেয়ে মোসা. মরিয়ম আক্তারের সঙ্গে পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে একটি মেয়ে সন্তান রয়েছে। সুমন চাকরির সুবাদে ঢাকায় থাকার কারনে উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের খলনি গ্রামের মো. আলমগীর হাওলাদারের পুত্র মো. রায়হান হাওলাদারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

বিষয়টি প্রকাশ পেলে স্থানীয়রা মিমাংশা করে দেন। সুমন তার শিশুকন্যার দিকে তাকিয়ে সব কিছু মেনে নেন। গত (১৭ জানুয়ারী) সন্ধ্যায় স্বামী ও তার পরিবারের আগোচরে নগদ প্রায় আড়াই লক্ষ টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও হয়ে যান। স্ত্রীর খোঁজে শশুর বাড়িতে গেলে তারা অকথ্যা ভাষায় গালাগালি করে তারিয়ে দেয়।

স্থানীয়রা জানান, প্রেমিক রায়হান হাওলাদারের সঙ্গে প্রেমিকা মরিয়মের দূরসম্পর্কের চাচি ভাতিজা হন।
এ বিষয় জানতে ওই নারীর বাবা ইকবাল হোসেন বিশ্বাসকে ফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে নাজিরপুর থানার এএসআই আব্দুল মজিদ জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

এমটিআই

Wordbridge School
Link copied!