• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ডাকাতের উৎপাত, রাতে বন্ধ থাকবে যে সড়ক


হবিগঞ্জ প্রতিনিধি ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ১২:২২ এএম
ডাকাতের উৎপাত, রাতে বন্ধ থাকবে যে সড়ক

হবিগঞ্জ : দেশে সম্প্রতি চুরি-ডাকাতি বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন সড়কে ঘটছে ডাকাতি। তাই হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ভেতরে ঢাকা-সিলেট পুরোনো মহাসড়কের ১৩ কিলোমিটার অংশে দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। রাত ১০টার পর থেকে এসব সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকবে। 

জানা গেছে, ১৩ কিলোমিটারের ওই সড়কটি দুর্গম পাহাড়ি এলাকায় ও চা-বাগানবেষ্টিত হওয়ায় মোবাইল ফোনের নেটওয়ার্ক পাওয়া যায় না। কেউ বিপদে পড়লেও তাৎক্ষণিকভাবে সাহায্য পাওয়ার উপায় থাকে না।

রোববার (২৩ ফেব্রুয়ারি) চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঢাকা-সিলেট পুরোনো মহাসড়কের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া থেকে চুনারুঘাট যাওয়ার রাস্তাটি জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে রাত ১০টার পর বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ওসি বলেন, আইনশৃঙ্খলা কমিটির সভা ও হবিগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে কথা বলে এ সিদ্ধান্ত (রাস্তা বন্ধ রাখা) নেয়া হয়েছে।

তিনি আরও জানান, মাধবপুরের তেলিয়াপাড়া এলাকায় পুলিশের চেকপোস্ট থাকবে। কেউ চুনারুঘাট যেতে চাইলে তাকে বিকল্প হিসেবে বর্তমান ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে। আর ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের চলাচলে সহযোগিতা করবে পুলিশ।

এমটিআই

Wordbridge School
Link copied!