• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কমপ্লিট শাটডাউনে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা


রাজশাহী ব্যুরো ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৩:৩৫ পিএম
কমপ্লিট শাটডাউনে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা

ছবি : প্রতিনিধি

রাজশাহী: টানা তৃতীয় দিনের মতো পাঁচ দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

মঙ্গলবার (২৫ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ গেটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন ইন্টার্ন চিকিৎসকরা।

এদিকে ইন্টার্ন চিকিৎসকদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা, সাথে যোগ দিয়েছেন সিনিয়র চিকিৎসকরাও।

এমবিবিএস কিংবা বিডিএস ডিগ্রী ব্যতীত কারো নামের আগে ডাক্তার শব্দ ব্যবহার না করা, বিএমডিসির বিরুদ্ধে করা রিট প্রত্যাহার, আন্তর্জাতিক মান অনুযায়ী ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করা, স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসন করা, এমটিএস ও নিম্নমানের মেডিকেল কলেজ বন্ধ করা ও চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে ইন্টার চিকিৎসকদের এই কর্মসূচি।

চিকিৎসকরা বলছেন, তাদের এই যৌক্তিক দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। ডাক্তারদের কর্মবিরতিতে রোগী ভোগান্তিসহ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে বলো দাবি করেন তারা।

তবে রামেক কর্তৃপক্ষ বলছে, রোগী সেবা নিশ্চিত করতে মিড লেবেল ও সিনিয়র চিকিৎসকদের নিয়ে কাজ চলছে।

এসআই

Wordbridge School
Link copied!