• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজশাহী নগরীতে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫ যথাযথ মর্যাদায় পালন


রাজশাহী ব্যুরো ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৯:৩৫ পিএম
রাজশাহী নগরীতে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫ যথাযথ মর্যাদায় পালন

রাজশাহী: জাতীয় স্থানীয় সরকার দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। রাজশাহী জেলা প্রশাসকের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫ উপলক্ষ্যে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজশাহী প্রসাশকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‍্যালী উদ্বোধন করেন প্রধান অতিথি রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক (যুগ্নসচিব) পারফেজ রায়হান।

র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করে পুনরায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। বিশেষ অতিথি উপ-পরিচালক স্থানীয় সরকার রাজশাহী জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাজশাহী টুকটুক তালুকদার, জেলা প্রশাসক (সার্বিক) মহিনুল হাসান, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা হাসান। 

এ সময়  মুক্তিযোদ্ধাগণ, বৈষম্যবিরোধী ছাত্রসহ অন্যান্য সরকারি দপ্তরে কর্মকর্তা ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

এআর

Wordbridge School
Link copied!