• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পিরোজপুরে হতদরিদ্র ৩ পরিবারের ৬টি গরু চুরি, ছয় লক্ষ টাকার ক্ষতি


পিরোজপুর প্রতিনিধি এপ্রিল ১৮, ২০২৫, ০৭:৪৮ পিএম
পিরোজপুরে হতদরিদ্র ৩ পরিবারের ৬টি গরু চুরি, ছয় লক্ষ টাকার ক্ষতি

পিরোজপুর: ইন্দুরকানীতে হতদরিদ্র ৩ পরিবারের ৬টি গরু চুরি হয়েছে। এতে প্রায় ছয় লক্ষ টাকার ক্ষতি হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ইন্দুরকানী গ্রামের হতদরিদ্র কাজল বেগমের আনুমানিক ৩ লক্ষ টাকা দামের ১টি গাভী ও ১টি বলদ, রেহেনা বেগমের ১ লক্ষ টাকা মূল্যের ২টি গাভী ও আলামিনের দেড় লক্ষ টাকা মূল্যের ২টি গরু নিয়ে গেছে চোরাই চক্র। 

সংঘবদ্ধ চোরাই চক্রটি দীর্ঘদিন ধরে এ উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিনিয়ন গরু, ইজিবাইক, অটোরিক্সাসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। 

এছাড়া এই চক্রটি বিভিন্ন বাড়িতে চেতনানাশক স্প্রে দিয়ে সর্বস্ব চুরি করে আসছে। এ অবস্থা চললেও পুলিশ কাউকেই গ্রেফতার করতে পারেনি। 

হতদরিদ্র কাজল বেগম জানান, অনেক কষ্ট করে দুটি গরু লালন-পালন করছি। কিন্তু চোরেরা আমার শেষ সম্বলটুকু নিয়ে গেছে। 

এ ব্যাপারে ইন্দুরকানী থানার তদন্ত কর্মকর্তা মো. রেজা করিম জানান, গরু চুরির ঘটনা শুনেই আমাদের অভিযান অব্যাহত রেখেছি। এছাড়া আশে পাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। চোরাই গরু উদ্ধারে আমরা সবার্ত্মক চেষ্টা চালাচ্ছি। 

এআর

Wordbridge School
Link copied!