• ঢাকা
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হিলি স্থলবন্দর আন্দোলন প্রত্যাহার, কাজে ফিরেছে শ্রমিকরা


হিলি প্রতিনিধি  জুন ২১, ২০২৫, ০৯:৩১ পিএম
হিলি স্থলবন্দর আন্দোলন প্রত্যাহার, কাজে ফিরেছে শ্রমিকরা

দিনাজপুর: হিলি স্থলবন্দরের শ্রমিকদের দাবি পূরণ হওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে শ্রমিকরা। সন্ধ্যায় পানামা পোর্ট কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেওয়ায় তারা আবারো কাজে যোগ দেন।

এর আগে আজ দুপুর থেকে তাদের ন্যায্য পাওনা আদায়ে বেসরকারি অপারেটর হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের শ্রমিকরা কর্মবিরতি পালন করেন।

কর্মবিরতি পালন কালে ভারত থেকে আমদানিকৃত কোন পণ্য আনলোড (খালাস) করেনি শ্রমিকরা। শ্রমিকদের দাবি ছিল, বন্দরের সিএন্ডএফ এজেন্ট বা আমদানি কারকরাদের কাছ থেকে প্রতিটন পণ্য লোড আনলোড বাবদ যে পরিমাণ অর্থ আদায় করা হয় তার ছয় ভাগের এক ভাগ শ্রমিকদের পরিশোধ কর হয়।

পানামা পোর্টের কুলি শ্রমিক ঐক্য ৩০ গ্রুপ সম্বন্বয় পরিষদ কমিটির সরদার হাবিবুর রহমান বলেন, আজ দুপুর থেকে বিষয়গুলো নিয়ে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য আমরা কর্মবিরতি দিই। সন্ধ্যার দিকে কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নেওয়ায় আমরা আবারো কাজে ফিরেছি।

বন্দর সূত্রে জানা গেছে, ভারত থেকে আমদানিকৃত পণ্যের প্রতি টন ৭৩.১৭ টাকা আমদানি কারকদের নিকট থেকে আদায় করা হয়।  এর মধ্যে ১৫ শতাংশ ভ্যাট, সরকারকে ৪৯ শতাংশ এবং বন্দর কর্তৃপক্ষের ৫১ শতাংশ প্রদান করা হয়।

জানতে চাইলে হিলি স্থলবন্দরের পানামাপোর্টের ব্যবস্থাপক অশিত কুমার স্বর্ণাল বলেন, শ্রমিকদের দাবি নিয়ে তারা কর্মবিরতি করেছিল। উভয় পক্ষের আলোচনা সাপেক্ষে সমাধান করা হয়েছে।

এআর

Wordbridge School
Link copied!