রাজশাহী: জামিনে থাকা আওয়ামী লীগের এক নেতাকে ধরে পুলিশে সোর্পদ করেছে বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার দিবাগত রাতে রাজশাহী নগরের সাহেববাজার বড় মসজিদসংলগ্ন একটি আবাসিক হোটেল থেকে বের করে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এই আওয়ামী লীগ নেতার নাম মাইনুল ইসলাম স্বপন (৫৫)। তিনি রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কলমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে তানোর থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি মাইনুল। এ মামলায় তিনি জামিনে ছিলেন। তারপরেও তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
রাতে আবাসিক হোটেল থেকে বের করার সময় বিএনপির নেতাকর্মীরা তাকে নানা জেরা করতে থাকেন। এ সময় মাইনুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে তানোর থানায় একটি মামলা আছে। এ মামলায় তিনি আদালত থেকে জামিনে নিয়েছেন। শহরের কোনো থানায় তার নামে মামলা নেই। তবে বিএনপির নেতাকর্মীরা তাকে ধরে বোয়ালিয়া থানায় সোপর্দ করেছে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, ‘মাইনুল ইসলামের বিরুদ্ধে আমাদের থানায় কোনো মামলা ছিল না। তাকে পুলিশে সোপর্দ করা হলে ছাত্র-আন্দোলনে হামলার একটি মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।
এআর







































