• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দুর্গাপুর সীমান্ত দিয়ে আরও ২১ জনকে বাংলাদেশে পুশইন


নেত্রকোনা প্রতিনিধি  জুলাই ১০, ২০২৫, ১২:৪৫ পিএম
দুর্গাপুর সীমান্ত দিয়ে আরও ২১ জনকে বাংলাদেশে পুশইন

নেত্রকোনা : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত দিয়ে আরও ২১ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পুশইন করা লোকজনের মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গের এবং ২ জন পুরুষ রয়েছেন।

তাদের বাড়ি বাংলাদেশের ঢাকা, চট্রাগ্রাম, রাজবাড়ি, পটুয়াখালি, মৌলভীবাজার, জামালপুর, টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১০ জুন) ভোর ৫টার দিকে জেলার দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে তাদেরকে পুশইন করা হয় বলে নিশ্চিত করেন নেত্রকোনা ৩১ বিজিবির বিজয়পুর ক্যাম্প কমান্ডার শহীদুল ইসলাম।

শহীদুল ইসলাম বলেন, সীমান্তে হাবিলদার আব্দুল করিমের নেতৃত্বে একটি দল টহল দেওয়ার সময় বিজয়পুর বিওপির ১১৪৮/৪ এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আড়াপাড়া এলাকায় বিএসএফের পুশইন করা ২১ জনকে আটক করে বিজিবি। আটকদের স্থানীয় দুর্গাপুর থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

এর আগে গত ৪ জুন রাতে প্রথমবারের মতো একই উপজেলার সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশইন করেছিল বিএসএফ। তাদের মধ্যে ২১ নারী, ৩ জন শিশু ও ৮ জন পুরুষ ছিল।

পিএস

Wordbridge School
Link copied!