• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঈশ্বরদীতে জিপিএ-৫ প্রাপ্তরা পেল তাৎক্ষণিক সংবর্ধনা


ঈশ্বরদী (পাবনা ) প্রতিনিধি জুলাই ১১, ২০২৫, ০২:৩৪ পিএম
ঈশ্বরদীতে জিপিএ-৫ প্রাপ্তরা পেল তাৎক্ষণিক সংবর্ধনা

পাবনা: ঈশ্বরদীতে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঈশ্বরদী উপজেলা শাখা। 

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে শহরের আলহাজ মোড়ের দারুস সালাম ট্রাস্ট মিলনায়তনে এ আয়োজন করা হয়। এদিন দুপুর ২ টায় দেশব্যাপী এসএসসি'র ফলাফল প্রকাশিত হয়।

ছাত্রশিবিরের ঈশ্বরদী উপজেলা সভাপতি সজীব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের পাবনা জেলা সভাপতি মো. ইসরাইল হোসেন শান্ত। 

আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের পাবনা জেলা অফিস সম্পাদক মো. আবুল বাসার, জেলা সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক আল আমিন, ঈশ্বরদী মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. রিপন আলী ও ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসম্যান অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (আইবিডাব্লিউএফ) ঈশ্বরদী উপজেলা সভাপতি মো. জামিলুর রহমান সবুজ।

উপজেলা ছাত্রশিবির নেতা মো. ইসতিয়াক আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি তারিকুজ্জানান তামিম, শিবির নেতা রিফাত খান প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্যে  ছাত্রশিবিরের পাবনা জেলা সভাপতি মো. ইসরাইল হোসেন শান্ত বলেন, ‘আজকের কৃতিত্ব আগামী দিনের পথ দেখাবে। শুধু ভালো ফলই যথেষ্ট নয়-সুস্থ চিন্তা, নৈতিকতা ও দেশপ্রেম থাকলে তবেই একজন শিক্ষার্থী প্রকৃত মানুষ হতে পারে। ছাত্রশিবির সবসময় এমন শিক্ষার্থীদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে শিক্ষা ব্যবস্থার বড় চ্যালেঞ্জ হলো মূল্যবোধের সংকট। যারা ভালো ফল করছে, তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে হবে। ভবিষ্যতে তারা যেন সমাজ ও দেশ গঠনে ভূমিকা রাখতে পারে, সেই প্রস্তুতি এখন থেকেই নিতে হবে।’

সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা বলেন, এমন আয়োজন তাদের আরও ভালো করতে উৎসাহ দেবে। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ফুল ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এআর

Wordbridge School
Link copied!