• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কর্ণফুলি ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে


চট্টগ্রাম প্রতিনিধি জুলাই ১১, ২০২৫, ০৬:৪৪ পিএম
কর্ণফুলি ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম : চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলি ইপিজেডের একটি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।  

শুক্রবার (১১ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে কর্ণফুলি ইপিজেডের ভেতরে জান্ট এক্সেসরিজ নামের ওই কারখানায় আগুন লাগে। 

কর্ণফুলি ইপিজেডের নির্বাহী পরিচালক (জিএম) মশিউদ্দিন বিন মিসবাহ বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এ বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর মোজাম্মেল বলেন, দুপুর ২টা ৫১ মিনিটের দিকে কর্ণফুলি ইপিজেড এলাকার জ্যান্ট এক্সেসরিজ নামে একটি ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিটসহ কর্ণফুলি ও আগ্রাবাদ স্টেশন থেকে মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পিএস

Wordbridge School
Link copied!