• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গোপন মব তৈরির ষড়যন্ত্রের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের বিক্ষোভ


বরিশাল ব্যুরো জুলাই ১৪, ২০২৫, ০৬:১৪ পিএম
গোপন মব তৈরির ষড়যন্ত্রের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের বিক্ষোভ

বরিশাল: গোপন সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে মব গঠন, শিক্ষা প্রতিষ্ঠানে অশান্তি ছড়ানো এবং দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরিশাল মহানগর ছাত্রদল।

সোমবার (১৪ জুলাই) দুপুরে বরিশাল বিএম কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল থেকেই বরিশালের বিভিন্ন কলেজ থেকে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে বিএম কলেজ মসজিদ গেটে জড়ো হন। সেখান থেকে বর্ণাঢ্য মিছিলটি নগরীর নতুল্লাবাদ বাসস্ট্যান্ড, সিএন্ডবি রোড হয়ে চৌমাথা এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভে অংশগ্রহণ করেন মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ ছাড়াও বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবসহ শীর্ষ নেতারা।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, দেশে একটি গোপন চক্র অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য ষড়যন্ত্রে লিপ্ত। তারা শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি ও তরুণ সমাজকে বিপথে নেয়ার চেষ্টা করছে।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ছাত্রদল অতীতেও রাজপথে ছিল, আগামীতেও থাকবে। কেউ যদি দেশকে অস্থির করার চেষ্টা করে, তাহলে ছাত্রদল দাঁতভাঙা জবাব দেবে।

বক্তারা আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে যে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টাকে ছাত্রদল প্রতিহত করবে। একইসাথে তারা শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কঠোর ভূমিকা কামনা করেন।

আইএ

Wordbridge School
Link copied!