• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জনগণের আস্থা ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ: সিইসি


প্রতিনিধি আগস্ট ৯, ২০২৫, ১২:০০ পিএম
জনগণের আস্থা ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ: সিইসি

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, গত জাতীয় নির্বাচনে যারা প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে ভোট গ্রহণ প্রক্রিয়ায় সমস্যা সৃষ্টি করেছিলেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন। তিনি বলেন, “নির্বাচনী প্রক্রিয়া নিয়ে জনগণের আস্থা ক্ষুণ্ণ হয়েছে। তাই আসন্ন নির্বাচনগুলোতে জনগণকে ভোটকেন্দ্রে ফিরিয়ে আনা এখন আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “নির্বাচনের কাঠামো, জনবল ও প্রয়োজনীয় সরঞ্জামাদি সঠিকভাবে সাজিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে কমিশন। আমরা চাই, নির্বাচনকে ঘিরে কোনো পক্ষপাতিত্ব বা অনিয়মের সুযোগ যেন কেউ না পায়। কমিশনের প্রতি আস্থা রাখুন—আমরা প্রতিশ্রুতিবদ্ধ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য।

সিইসি নাসির উদ্দিন দৃঢ়ভাবে জানান, নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা বা কর্মচারী আগামী নির্বাচনে কারো পক্ষে বা বিপক্ষে কাজ করবে না। আমাদের একমাত্র লক্ষ্য—দেশের ১৮ কোটি মানুষের হয়ে একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা।

তিনি এসময় সামাজিক যোগাযোগমাধ্যমে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর প্রবণতার কথা উল্লেখ করেন। সিইসি বলেন, এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ও গুজব মোকাবিলায় কমিশন সক্রিয়ভাবে কাজ করছে, যাতে ভোটারদের মধ্যে আতঙ্ক বা ভুল ধারণা সৃষ্টি না হয়।

নাগরিকদের উদ্দেশে সিইসি বলেন, ভোট দেওয়া শুধু নাগরিক দায়িত্ব নয়, এটি একটি ইমানি দায়িত্বও। তাই ভোটারদের অনুরোধ করব—আপনারা যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। আমরা চেষ্টা করছি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও সুন্দরভাবে সম্পন্ন করার।

সভায় রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা এবং বিভাগের প্রতিটি জেলার নির্বাচনী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওএফ

Wordbridge School
Link copied!