• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতা আটক 


লক্ষ্মীপুর প্রতিনিধি  আগস্ট ১১, ২০২৫, ১০:৩১ এএম
লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতা আটক 

ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে একটি একনলা বন্দুকসহ জেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক একেএম ফরিদ উদ্দিনকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় নগদ ১ লক্ষ ৫ হাজার টাকা। 

রোববার (১০ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পালের হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

আটক ফরিদ উদ্দিন পালের হাট এলাকার মৃত আবুল কালামের ছেলে। সে সন্ত্রাসী ফরিদ বাহিনীর প্রধান। তার বিরুদ্ধে হত্যাসহ ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

এদিকে একই রাতে ইউনিয়নে পালেরহাট সংলগ্ন দক্ষিণ হামছাদী গ্রামে অভিযান চালিয়ে মালয়েশিয়ান প্রবাসী নাঈম নামের এক যুবকের মৎস্য খামার থেকে ইয়াবা, ৩টি বিদেশী মদের বোতল ও গাঁজাসহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। 

লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের পালেরহাট এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। প্রথমে যুবদল নেতা ফরিদের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি একনলা বন্দুক ও নগদ ১ লক্ষ ৫ হাজার টাকাসহ যুবদল নেতা ফরিদকে আটক করা হয়। 

পরে একই ইউনিয়ের দক্ষিণ হামছাদি গ্রামের একটি নির্জন সুপারি বাগানের ভেতরে মালয়েশিয়ান প্রবাসী নাঈমের মৎস্য খামারে অভিযান চালানো হয়। খামারের সিসি টিভি ক্যামেরার মাধ্যমে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে নাঈম ও তার অনুসারীরা পালিয়ে যায়। এ সময় ওই খামার থেকে ইয়াবা, মদ, গাজা, মাদক সেবনের সরঞ্জাম, সিসি ক্যামেরা এবং মনিটর উদ্ধার করা হয়। 

আসামি ও উদ্ধার সরঞ্জামগুলো আইনি প্রক্রিয়ায় পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী। 

জেইউবি/এসআই

Wordbridge School
Link copied!