• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জীবননগরে ভোক্তা অধিকারের অভিযান, দু‍‍ই প্রতিষ্ঠানকে জরিমানা 


চুয়াডাঙ্গা প্রতিনিধি  সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৯:১৯ পিএম
জীবননগরে ভোক্তা অধিকারের অভিযান, দু‍‍ই প্রতিষ্ঠানকে জরিমানা 

চুয়াডাঙ্গা: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জীবননগর উপজেলায় অভিযান চালিয়ে দু' প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। 

রোরবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারে এ অভিযান চালানো হয়।

রোববার বিকেল পৌনে ৫ টার সময় ভোক্তা অধিকারের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। 

তিনি জানান, জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া এলাকায় রোববার দুপুরে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্য, ওষুধ ও বেকারী খাদ্য সামগ্রী তদারকি করা হয়। 

তদারকির সময় বেকারী পণ্য উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করার কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় মেসার্স এস এ ফুড প্রোডাক্টের স্বত্বাধিকারী মো. রফিকুর রহমানকে ৩৫ হাজার টাকা এবং বেকারী পণ্য উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করা এবং লাইসেন্স নবায়ন না করার কারণে মেসার্স নুর নাহার বেকারীর স্বত্বাধিকারী মো. ছরোয়ার শেখকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় বেকারীগুলোকে  প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে সহযোগিতায় ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস ও জেলা পুলিশেরর একটা টীম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা। 

এআর

Wordbridge School
Link copied!