• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মা ইলিশ রক্ষায় ১১ দিনে ১৪ জনের কারাদণ্ড


ঝালকাঠি প্রতিনিধি অক্টোবর ১৫, ২০২৫, ০৬:১৩ পিএম
মা ইলিশ রক্ষায় ১১ দিনে ১৪ জনের কারাদণ্ড

ছবি: সোনালীনিউজ

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিষখালি নদীতে মা ইলিশ নিধন রোধে অভিযান চলছে। উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তাদের যৌথ অভিযানে দক্ষিণ সীমান্ত ঘেঁষা বাখেরগঞ্জের নিয়ামতি মোহনায় এক অভিযানেই ১৫টি কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

নদী তীরের স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রশাসনের অভিযান চলাকালীন জেলেরা দিনে-রাতে সুযোগ বুঝে কারেন্ট জাল ব্যবহার করছে। রাতে, ভোররাতে এবং সন্ধ্যার দিকে এ প্রবণতা সবচেয়ে বেশি। নৌ পুলিশের নিরবতায় এ এলাকায় নিয়মিত মাছ নিধন হয় বলে অভিযোগ রয়েছে।

নিয়ামতি নৌ পুলিশের এসআই শাহাজাদা জানিয়েছেন, ট্রলারের মেশিন নষ্ট হওয়ার সুযোগে কিছু জাল নদীতে ফেলা হয়েছিল, যা জব্দ করা হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল বলেন, প্রজননকালীন সময়ে কেউ যেন ইলিশ ধরতে না পারে তার জন্য প্রতিদিন ভ্রাম্যমাণ অভিযান চালানো হচ্ছে। ১১ দিনে ১৪ জনকে কারাদণ্ড, ১৩ লাখ টাকার জাল ও প্রায় ২ মণ ইলিশ জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হবে। জব্দ করা জালগুলো পরে পুড়িয়ে ফেলা হবে।

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি জানিয়েছেন, মা ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে। দিন-রাত দুটি টিমে নদীতে নজরদারি চলছে। তিনি আরও বলেন, রাজাপুরের অংশের তুলনায় অন্যান্য উপজেলায় মৌসুমি জেলেরা ইলিশ নিধনে বেশি উৎসাহী। সবার সম্মিলিত চেষ্টায় মা ইলিশ রক্ষায় সহযোগিতা প্রয়োজন।

সরকারি নির্দেশনা অনুযায়ী, মা ইলিশের প্রজনন নিরাপদ রাখতে আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশের সকল নদ-নদীতে ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি নিষিদ্ধ। এ সুবিধা পাবে নিবন্ধিত ২১ হাজার ৪২ জন জেলে।

এসএইচ

Wordbridge School
Link copied!