• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাংলাদেশকে ভারতের আধিপত্যবাদের জালে বেঁধে রাখতে চায়: শিবির সেক্রেটারি  


লক্ষ্মীপুর প্রতিনিধি অক্টোবর ২৫, ২০২৫, ০৫:৩৪ পিএম
বাংলাদেশকে ভারতের আধিপত্যবাদের জালে বেঁধে রাখতে চায়: শিবির সেক্রেটারি  

ছবি: সংগৃহীত

ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, তার চারপাশে ভারত নামে একটি রাষ্ট্র আছে, যা বাংলাদেশকে আধিপত্যবাদের জালে বেঁধে রাখতে চায়। তিনি বলেন, ‘ভারত চায় না আমার দেশ উন্নত হোক। যদিও ভারতের পরিমাণ অনেক বড়, মাথাপিছু আয় বাংলাদেশ থেকে কম। তাদের পারমাণবিক অস্ত্র রয়েছে এবং তারা আমাদের দেশকে দমিত রাখার চেষ্টা করছে।’

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টার মিলনায়তনে পলিটেকনিক শিবির এই আয়োজন করে।

নুরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, ‘আমার ছোট দেশ, উন্নয়ন ঘটাতে সময় লাগার কথা। কিন্তু সেই দেশ শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতি ধ্বংস করেছে যাতে বাংলাদেশ কার্যকর রাষ্ট্রে পরিণত হতে না পারে।’

তিনি সরকারী দুর্নীতি প্রসঙ্গও তুলে ধরে বলেন, ‘আওয়ামী লীগ ২৪০ মিলিয়ন ডলার পাচার করেছে, অভ্যন্তরীণ দুর্নীতি ২৮ লাখ কোটি টাকারও বেশি। যদি এই সম্পদ দেশের মধ্যে থাকতো এবং দক্ষ মানুষকে কাজে লাগানো যেত, দেশ চার বছরের মধ্যেই স্বাবলম্বী হতে পারতো।’

অনুষ্ঠানে পলিটেকনিক ইনস্টিটিউট শিবিরের সভাপতি শাহাদাত হোসেন আরমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। সঞ্চালনা করেন পলিটেকনিক ইনস্টিটিউট শিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল মারুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর শহর শিবিরের সভাপতি একেএম ফরিদ উদ্দিন ও জেলা কমিটির সেক্রেটারি আব্দুর রহমান।

এসএইচ

Wordbridge School
Link copied!