• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত


চট্টগ্রাম প্রতিনিধি অক্টোবর ২৫, ২০২৫, ০৭:৫১ পিএম
চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে দুই সপ্তাহের ব্যবধানে আবারও সন্ত্রাসীদের গুলিতে খুন হলেন এক যুবদল কর্মী। নিহত ব্যক্তির নাম আলমগীর ওরফে আলম (৫৫)।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম–রাঙামাটি সড়কের পাশে রসিদারপাড়া এলাকায় গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। নিহত আলমগীর রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চৌধুরী মার্কেট এলাকার ছিদ্দিক চৌধুরী বাড়ির আব্দুস সাত্তারের ছেলে। তিনি স্থানীয় যুবদলের কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে কোনো এক সময়ে অজ্ঞাত সন্ত্রাসীরা আলমগীরকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া।

এর আগে গত ৭ অক্টোবর একই উপজেলার পাহাড়তলী এলাকায় আবদুল হাকিম (৫২) নামের এক ব্যবসায়ীকে মোটরসাইকেলযোগে আসা সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। নিহত হাকিমও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। হামলার সময় তাঁর সঙ্গে থাকা আরও একজন গুলিবিদ্ধ হন।

স্থানীয়দের দাবি, রাজনৈতিক দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি নিয়ে রাউজানে ক্রমেই বাড়ছে সংঘাত ও হত্যাকাণ্ড। জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এ উপজেলায় অন্তত ১৭ জন খুনের শিকার হয়েছেন।

এসএইচ

Wordbridge School
Link copied!