• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চট্টগ্রামে মালবাহী ট্রেনে ট্রাকের ধাক্কা


জেলা প্রতিনিধি অক্টোবর ২৮, ২০২৫, ০৯:৩২ এএম
চট্টগ্রামে মালবাহী ট্রেনে ট্রাকের ধাক্কা

চট্টগ্রামের সাগরিকা রেল গেইট এলাকায় মালবাহী একটি ট্রেনে ধাক্কা দিয়েছে চালবোঝাই একটি ট্রাক। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টা নাগাদ এ ঘটনা ঘটে।

এ বিষয়ে দায়িত্বরত গেইটকিপার জানান, নিয়ম অনুযায়ী সিগন্যাল দেওয়া হলেও দ্রুত গতিতে আসা ট্রাক সিগন্যাল মানেনি। পরে সজোরে ট্রেনটিকে ধাক্কা দেয়। তবে স্থানীয়রা দুর্ঘটনার জন্য গেইট কিপারের গাফিলতিকে দায়ী করছেন। 

জানা গেছে, চট্টগ্রাম গুডস পোর্ট থেকে ভোর ৪টা ১০ মিনিটে কমলাপুর আইসিডির উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যাচ্ছিলো। ট্রেনটিতে ৩১ টি মালবাহী বগি ছিল, দুর্ঘটনায় এর মধ্যে একটি বগি এবং ইঞ্জিন উল্টো যায়। এঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

Wordbridge School
Link copied!