• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এইচএসসি ফল খারাপ, তাই কলেজে টিকটক–লাইকি নিষিদ্ধ


জেলা প্রতিনিধি অক্টোবর ২৮, ২০২৫, ১০:১০ এএম
এইচএসসি ফল খারাপ, তাই কলেজে টিকটক–লাইকি নিষিদ্ধ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের অনলাইন ভিডিও কনটেন্ট তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে রিলস প্রকাশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) কলেজ প্রশাসনের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

অধ্যক্ষ জুনাব আলী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলেজ চলাকালীন বা পাঠদানের সময় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ক্যাম্পাসে মোবাইলফোন, ক্যামেরা বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস দিয়ে ভিডিও ধারণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কলেজ চত্বরে টিকটক, লাইকি বা ফেসবুক রিলসের ভিডিও ধারণ বা প্রকাশের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

কলেজ সূত্রে জানা গেছে, সম্প্রতি কলেজ চলাকালীন সময় শিক্ষার্থীদের তৈরি কিছু টিকটক ও রিলস ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ভিডিও নিয়ে এলাকায় সমালোচনার ঝড় ওঠে এবং অনেক অভিভাবক কলেজের শিক্ষার পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

অধ্যক্ষ জুনাব আলী জানান, “এইচএসসি পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় শিক্ষার্থীদের মনোযোগ ফিরিয়ে আনতে এবং পড়াশোনার পরিবেশ উন্নয়নের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু শিক্ষার্থী ক্লাসের সময় ভিডিও বানাতে ব্যস্ত থাকতো—যা শিক্ষার ক্ষতি করছিল। তাই কলেজের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমাদের এই পদক্ষেপ।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা যেন পড়াশোনায় মনোযোগী হয় এবং কলেজের ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকে—এটাই আমাদের লক্ষ্য। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।”

এম

Wordbridge School
Link copied!