• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নভেম্বরের মধ্যেই সব বই পেয়ে যাবো: গণশিক্ষা উপদেষ্টা


সুনামগঞ্জ প্রতিনিধি   নভেম্বর ২, ২০২৫, ০২:১১ পিএম
নভেম্বরের মধ্যেই সব বই পেয়ে যাবো: গণশিক্ষা উপদেষ্টা

ছবি : প্রতিনিধি

সুনামগঞ্জ: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য নতুন বই ছাপা হচ্ছে। গুদামে আসতে শুরু করেছে। নভেম্বরের মধ্যেই আমরা সব বই পেয়ে যাবো। বই পাওয়া গেলেই বিতরণ শুরু হবে।’ 

রোববার (২ নভেম্বর) সকালে সুনামগঞ্জ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আরো বলেন, ‘হাওর একটি বিশেষ এলাকা। এখানকার শিক্ষার সমস্যা আমরা চিহ্নিত করেছি। এখন সমস্যা সমাধানের কাজ চলছে। আমাদের পরে যারা আসবেন, তারা যদি আমাদের কাজ এগিয়ে নেন, তাহলে হাওরসহ সারা দেশের প্রাথমিক শিক্ষার চেহারা বদলে যাবে।’

সারা দেশে মিডডে মিল সম্পর্কে তিনি বলেন, ‘বর্তমানে ১৫০টি বিদ্যালয়ে মিডডে মিল চালু হয়েছে। পরবর্তীতে সারা দেশে আমরা এটি চালুর বিষয়ে কাজ করছি।

বিধান রঞ্জন আরও বলেন, ‘শুধু মেধাবী হলে হবে না। নৈতিকতায় উন্নতি করতে হবে। নৈতিক ও মানবিক না হলে আমাদের শিক্ষা কোনো কাজে লাগবে না।’

পিএস

Wordbridge School
Link copied!