• ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মনোনয়ন না পেয়ে বিক্ষোভ, চট্টগ্রামের চার নেতা বহিষ্কার করল বিএনপি


চট্টগ্রাম প্রতিনিধি  নভেম্বর ৪, ২০২৫, ০৫:৩৯ পিএম
মনোনয়ন না পেয়ে বিক্ষোভ, চট্টগ্রামের চার নেতা বহিষ্কার করল বিএনপি

চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা ও সড়ক অবরোধের ঘটনায় সীতাকুণ্ড উপজেলা বিএনপির চার নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।

সোমবার গভীর রাতে দলের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিবৃতিতে বলা হয়, সোমবার সন্ধ্যার পর চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুণ্ডে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, ভাটিয়ারী বাজার ও জলিল গেইট এলাকায় সহিংসতা, হানাহানি ও সড়ক অবরোধসহ জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড সংঘটিত হয়।

এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌর বিএনপির আহ্বায়ক মামুন এবং যুবদলের সোনাইছড়ি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টুকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত চারজনই চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতা আসলাম চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।

সোমবার রাত ৮টার দিকে চট্টগ্রাম–৪ আসনে বিএনপির মনোনয়ন না পাওয়ায় বিক্ষোভে ফেটে পড়েন আসলাম চৌধুরীর সমর্থকেরা। তারা কদমরসুলসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

উক্ত আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন কাজী সালাউদ্দিন। ঘোষণার পর থেকেই আসলাম চৌধুরীর অনুসারীরা ক্ষোভ প্রকাশ করে আসছিলেন।

এসএইচ 

Wordbridge School
Link copied!