ছবি: প্রতিনিধি
চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে স্থানীয় বিএনপির একাংশের নেতা-কর্মীরা শুক্রবার (৭ নভেম্বর) বিকেল থেকে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। বিএনপি থেকে মনোনয়ন না দেওয়ায় কর্নেল (অব.) আজিমুল্লাহ বাহারের সমর্থকেরা ক্ষোভে ফেটে পড়েন।
বিক্ষোভকারীরা চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের বিবিরহাট, নাজিরহাট ও হেঁয়াকো এলাকায় টায়ার জ্বালিয়ে তিন দফায় সড়ক অবরোধ করে। তারা অবিলম্বে সরোয়ার আলমগীরের মনোনয়ন প্রত্যাহার ও কর্নেল আজিমুল্লাহ বাহারকে পুনর্বিবেচনার দাবি জানান। এক ঘণ্টা ধরে চলা অবরোধে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার কারণে সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা চরম ভোগান্তিতে পড়েন। পরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে দুই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ বাহার জানিয়েছেন, কেন্দ্রীয় ঘোষণার অংশ হিসেবে ৭ নভেম্বর সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে সভার আয়োজন করা হয়েছিল। একই সময়ে রাজঘাট এলাকায় সদ্য মনোনয়ন পাওয়া মো. সরোয়ার আলমগীরের অনুসারীরাও পৃথক কর্মসূচি পালন করেন। বিকেলের দিকে উভয় পক্ষের কর্মীরা পৃথকভাবে মিছিল করেন।
বিবিরহাট বাজার এলাকায় সরোয়ার আলমগীরের নেতৃত্বে একটি মিছিল শেষ হওয়ার পর কর্নেল বাহারের সমর্থকেরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধে নেমেন। বিক্ষোভকারীরা দাবি করেন, বাহার দীর্ঘ ১৭ বছর ধরে স্থানীয় আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন করেছেন। অথচ তাকে মনোনয়ন না দিয়ে অবমূল্যায়ন করা হয়েছে। বিএনপির কর্মীরা বলছেন, ফটিকছড়িবাসীর দাবিই হলো বাহারকে মনোনয়ন দেওয়া।
কর্ণেল আজিমুল্লাহ বাহার জানিয়েছেন, সভা শেষ হওয়ার পর কিছু নেতা-কর্মী আবেগের বশে সড়কে নেমেছিলেন। তিনি ও পুলিশ গিয়ে তাদের শান্ত করেছেন। মনোনয়নপ্রাপ্ত সরোয়ার আলমগীর বলেন, উপজেলার সব মনোনয়ন প্রত্যাশী ঐক্যবদ্ধ ছিলেন এবং আছেন, আবেগে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমদ জানিয়েছেন, সড়কে বিশৃঙ্খলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এসএইচ







































