ছবি: প্রতিনিধি
রাজশাহী সরকারি সিটি কলেজে আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে ঘটনার পর কলেজে উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিকেলে কলেজ কর্তৃপক্ষ বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ছাত্রশিবিরের কয়েকজন বহিরাগত কলেজে প্রবেশ করছিলেন। তখন ছাত্রদলের নেতাকর্মীরা তাদের পরিচয়পত্র দেখার চেষ্টা করেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে হাতাহাতি ঘটে। পুলিশ দ্রুত খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুপক্ষের দুজন করে চারজন আহত হয়েছেন।
কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি শাহিন রেজা বলেন, তারা নবীন বরণ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিলেন এবং অধ্যক্ষের কাছে অনুমতি নিতে গিয়েছিলেন। এ সময় পরিচয়পত্র দেখতে চাওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার একপর্যায়ে তাদের দুজনকে মারধর করা হয়।
সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন বলেন, শিবির বহিরাগতদের নিয়ে এসে তাদের কর্মীদের হুমকি ও নির্যাতন করেছে এবং কলেজে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করেছে।
বিকেল পর্যন্ত কলেজের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখা গেছে। কলেজের অধ্যক্ষের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের সঙ্গে পরিচয়পত্র রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরিচয়পত্র ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না।
এসএইচ







































