ফাইল ছবি
দেশজুড়ে টানা দ্বিতীয় দিনের মতো আবারও ভূমিকম্প হয়েছে। শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। হালকা হলেও টানা দুই দিনের ভূকম্পনে মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এর আগের দিন অর্থাৎ শুক্রবার সকালেই শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। বিভিন্ন জেলায় ভবনধস ও দেয়ালচাপায় অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। ক্ষতিগ্রস্ত হয় বহু ভবন, সড়ক ও স্থাপনা।
আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল নিয়ে শুরুতে কিছু বিভ্রান্তি দেখা দেয়। আবহাওয়া অধিদপ্তর প্রথমে জানায়, ভূমিকম্পটির অবস্থান ছিল সাভারের বাইপাইলে। সে অনুযায়ী বিভিন্ন সংবাদমাধ্যমেও খবর প্রকাশিত হয়। পরে সংশোধিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, উৎপত্তিস্থল আসলে নরসিংদীর পলাশ। সেই অনুযায়ী তথ্য সংশোধন করা হয়েছে।
ভূমিকম্পে আতঙ্কিত মানুষের অনেকেই এখনো খোলা জায়গায় অবস্থান করছেন। বিশেষজ্ঞরা বলছেন, টানা ভূমিকম্প অস্বাভাবিক নয়, তবে সতর্ক থাকা জরুরি।
এসএইচ







































