• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভাসুরের সঙ্গে পালিয়ে গেছেন ছোট ভাইয়ের স্ত্রী, এলাকায় চাঞ্চল্য


বরিশাল প্রতিনিধি নভেম্বর ২৩, ২০২৫, ০৭:২৯ পিএম
ভাসুরের সঙ্গে পালিয়ে গেছেন ছোট ভাইয়ের স্ত্রী, এলাকায় চাঞ্চল্য

ফাইল ছবি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের শিবপুর গ্রামে পারিবারিক সম্পর্কের সীমা অতিক্রম করে এক ভাসুরের সঙ্গে পালিয়ে গেছেন ছোট ভাইয়ের স্ত্রী। তিন সন্তানের জননী গৃহবধূ নিজেই ঘর-সংসার ছেড়ে চলে যাওয়ায় পরিবারসহ আশপাশের মানুষের মধ্যে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

পালিয়ে যাওয়া গৃহবধূর নাম বিথীকা রানী (৩৮)। তিনি কাঠমিস্ত্রি উত্তম মিস্ত্রীর স্ত্রী। অভিযোগকারী উত্তম মিস্ত্রীর চাচাতো ভাই অসিম মিস্ত্রী (৫৮) অতুল মিস্ত্রীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ জুন ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে নিখোঁজ হন বিথীকা। পরে জানা যায়, তিনি অসিম মিস্ত্রীর সঙ্গে বাড়ি ছেড়েছেন।

উত্তম মিস্ত্রী জানিয়েছেন, সেই দিন বাজার থেকে ফেরার পর ঘরে তালা দেখার পর বিষয়টি তার দৃষ্টি আকর্ষণ করে। সন্তানদের জিজ্ঞেস করলে তারা জানায়, মা কোথায় গেছে তারা জানে না। কিছুক্ষণ পর জানতে পারেন, অসিম মিস্ত্রী নিয়মিত তাদের বাড়িতে আসা-যাওয়ার সুবাদে বিথীকার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেছেন এবং একপর্যায়ে তাকে নিয়ে পালিয়ে গেছেন।

উত্তম মিস্ত্রী আরও বলেন, কখনো ভাবিনি আমার নিজের বড় ভাইয়ের সঙ্গে স্ত্রীর এমন সম্পর্ক তৈরি হতে পারে। এতে পুরো সংসার ভেঙে গেছে।

প্রতিবেশীরা জানান, ঘটনাটি অত্যন্ত লজ্জাজনক এবং সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয় নির্দেশ করছে। এলাকায় আগেও বিথীকা রানীর মোবাইলে দীর্ঘ সময় কথা বলাসহ বিভিন্ন আচরণ নিয়ে গুঞ্জন ছিল।

অভিযুক্ত অসিম মিস্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, উত্তম মিস্ত্রী একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে পুরো এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্তদের বিরুদ্ধে সঠিক তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এসএইচ 

Wordbridge School
Link copied!