• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কুয়াকাটায় পোল্ট্রি দোকান থেকে বিরল নিশিবক উদ্ধার


কুয়াকাটা ( পটুয়াখালী) প্রতিনিধি নভেম্বর ৩০, ২০২৫, ১২:০০ পিএম
কুয়াকাটায় পোল্ট্রি দোকান থেকে বিরল নিশিবক উদ্ধার

পটুয়াখালী কুয়াকাটায় পোল্ট্রি দোকান থেকে বিরল প্রজাতির পাখি নিশিবক (নাইট হেরন) উদ্ধার করেছে ‘এ্যানিমেল লাভারস অব পটুয়াখালী ও উপরা"র সদস্যরা ’। স্থানীয়ভাবে পাখিটি রাতের বক বা বিলচোরা বক নামে পরিচিত।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে আলিপুর মৎস্য বন্দরের একটি পোল্ট্রি দোকানে বিক্রির জন্য বিরল পাখিটি লুকিয়ে রাখা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সংগঠনের সদস্য ও উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি কেএম বাচ্চু জানান, দোকানে গিয়ে জানতে পারেন একজন শিকারী পাখিটি ধরে বিক্রি করে গেছে। সেখান থেকেই তারা নিশিবকটি উদ্ধার করে নিরাপদ তত্ত্বাবধানে রাখেন। উদ্ধারকালে উপস্থিতদের বন্যপ্রাণী সুরক্ষার গুরুত্ব ও বন্যপাখি কেনা–বেচার আইনগত নিষেধাজ্ঞা সম্পর্কে সচেতন করা হয়।

পরবর্তীতে বন বিভাগ, কুয়াকাটা প্রেসক্লাব, উপরা ও এ্যানিমেল লাভারস পটুয়াখালীর সহযোগিতায় কুয়াকাটা ইলিশ পার্ক ইকো রিসোর্ট এলাকায় সন্ধ্যায় পাখিটিকে অবমুক্ত করা হয়।

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা কেএম মনিরুজ্জামান বলেন, “উপকূলের পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। নিশিবক উদ্ধার সেই ধারাবাহিকতার অংশ।”

অভিযানটি স্থানীয়দের মধ্যেও বন্যপ্রাণী সুরক্ষায় ইতিবাচক সাড়া তৈরি করেছে।

এম

Wordbridge School
Link copied!