ফাইল ছবি
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে প্রার্থীতা প্রত্যাহার করেছেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, জেলার আমির ও দলটির মনোনীত প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান। একই সঙ্গে ওই আসনে সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমানের প্রতি সমর্থন ঘোষণা করেন।
ফেসবুক পোস্টে মুখলিছুর রহমান লিখেছেন, প্রাথমিক মনোনয়ন পাওয়ার পর থেকে তিনি নিয়মিত গণসংযোগে ছিলেন। প্রতিটি ইউনিয়নে স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় মানুষের সঙ্গে যোগাযোগ ও জনসম্পৃক্ততার কাজ করেছেন। মাঠের মানুষের ভালোবাসা ও কর্মীদের উৎসাহ তাঁর জীবনের বড় প্রাপ্তি বলেও উল্লেখ করেন তিনি।
তিনি লিখেছেন, রাজনৈতিক বাস্তবতা এবং সংগঠনের কৌশলগত বিবেচনায় কেন্দ্রীয় জামায়াত এই আসনে ওয়ালী উল্লাহ নোমানকে প্রার্থী করার সিদ্ধান্ত নেয়। তাঁর সঙ্গে পরামর্শ করেই এ সিদ্ধান্ত হয়েছে। সংগঠনের সিদ্ধান্ত, দেশের স্বার্থ ও ইসলামী আদর্শের প্রতি আনুগত্য থেকে তিনি এ সিদ্ধান্ত মেনে নিয়েছেন।
মুখলিছুর রহমান বলেন, ব্যক্তিগত পদ বা মনোনয়ন নয়, ন্যায়নীতি, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য। তাই তিনি ও তাঁর সহকর্মীরা আগের মতোই দাঁড়িপাল্লার বিজয়ের জন্য মাঠে কাজ চালিয়ে যাবেন।
এসএইচ







































