• ঢাকা
  • বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মধ্যরাতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, সকালে বিক্ষোভ মিছিল


বরগুনা প্রতিনিধি ডিসেম্বর ১০, ২০২৫, ০৩:৪২ পিএম
মধ্যরাতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, সকালে বিক্ষোভ মিছিল

ছবি : প্রতিনিধি

বরগুনা: মধ্যরাতে বরগুনার বেতাগী উপজেলায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের পর মঙ্গলবার (৯ ডিসেম্বর) গভীর রাতে ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। পরে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে বিক্ষোভ মিছিল করছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্যরা।

গতকাল মধ্যরাতের পর স্থানীয় বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটিকে অভিনন্দন জানিয়ে পোস্ট দেন। জেলা ছাত্রলীগের প্যাডে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বেতাগী উপজেলা ছাত্রলীগের চারটি পদে মোট ৩১ জনকে অন্তর্বর্তীকালীন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী এক বছরের জন্য অনুমোদিত এই কমিটিতে স্বাক্ষর করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহেল আমিন হাওলাদার, সাধারণ সম্পাদক হয়েছেন শিফাত সিকদার এবং সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন শাওন মৃধা। সহসভাপতি পদে আছেন ১৭ জন, যুগ্ম সাধারণ সম্পাদক একজন এবং সহসাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন ৮ জন।

কমিটির ঘোষণার পর বৃহস্পতিবার সকালেই স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা কমিটির নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল করেন। মিছিলকারীরা সরকারের নীতি ও সমন্বয়ে স্বচ্ছতার অভাবকে দায়ি করে পদত্যাগ দাবি জানান।

এবিষয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, মিছিলের সংবাদ শুনে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। মিছিলের বিষয়ে বলেন, হঠাৎ কিছু লোক মিছিল দিয়ে পালিয়ে গেছে। আমি গতকাল এসে যোগদান করার পর খোঁজ খবর নিয়ে জেনেছি এখানে ছাত্রলীগের কর্মকান্ড নিস্ক্রিয় রয়েছে।

পিএস

Wordbridge School
Link copied!