• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পঞ্চগড়ে শীতের তীব্রতা বাড়ছেই, তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রির ঘরে


পঞ্চগড় প্রতিনিধি ডিসেম্বর ২৪, ২০২৫, ১১:৫৪ এএম
পঞ্চগড়ে শীতের তীব্রতা বাড়ছেই, তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রির ঘরে

উত্তরের জেলা পঞ্চগড়ের দিন দিন বাড়তে শুরু করছে শীতের তীব্রতা৷ উত্তর পশ্চিমের হিমেল হাওয়া এ জেলার উপর দিয়ে বয়ে যাওয়ার কারণে তাপমাত্রার পারদ উঠানামা করছে৷ ফলে শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে মানুষের দূর্ভোগ বাড়তে শুরু করেছে। 

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৯ টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬ডিগ্রী সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিল ৯৯ শতাংশ।গতদিনের ম্যাক্সিমাম তাপমাত্র ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

হিমালয় পাদদেশে অবস্থিত হওয়ার কারণে প্রতিবছর এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়৷ শীতের তীব্রতার অনেক বেশী থাকে। এতে চরম ভোগান্তিতে পড়ে এ জেলা গরীব অসহায় ও শীতার্ত মানুষরা। সবচেয়ে বেশি প্রভাব পড়ে খেটে খাওয়া মানুষদের ওপর। কারণ তারা শীতের কারণে সময় মতো কাজে যেতে পারেন না আর ঠিকমত কাজও করতে পারেন না৷ এছাড়া শীতের কারণে দিন দিন স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। 

এবিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় বলেন, গত কয়েকদিন ধরে এই পর্যবেক্ষণাগারে  সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমতে শুরু করছে। চলতি মাসের শেষে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। 

এম

Wordbridge School
Link copied!