• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জাহাজের খোঁজ নিতে কারাগার থেকে টেন্ডার বিজ্ঞপ্তির কাগজ আনালেন হাজি সেলিম


নিজস্ব প্রতিবেদক মে ৫, ২০২৫, ০২:২৪ পিএম
জাহাজের খোঁজ নিতে কারাগার থেকে টেন্ডার বিজ্ঞপ্তির কাগজ আনালেন হাজি সেলিম

ছবি : সংগৃহীত

ঢাকা: পত্রিকায় প্রকাশিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জাহাজের টেন্ডার সংক্রান্ত বিজ্ঞপ্তির কাগজ কেটে আদালতে নিয়ে এসেছেন সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম। 

সোমবার (৫ মে) কারাগারে থেকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পত্রিকার বিজ্ঞপ্তির অংশ নিয়ে আসেন। পরে কাগজের অংশ তার আইনজীবী শ্রী প্রাণ নাথের কাছে পৌঁছে দেন। 

এ বিষয়ে আইনজীবী শ্রী প্রাণ নাথ গণমাধ্যমকে বলেন, আমার মক্কেল কারাগারে ডিভিশন পেয়েছেন।

এজন্য তাকে পত্রিকা দেওয়া হয়। তিনি পত্রিকা পড়তে গিয়ে জাহাজের টেন্ডার সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখতে পান। যেহেতু তার জাহাজ রয়েছে, সেটার খোঁজ খবর নিতেই তিনি পত্রিকার বিজ্ঞপ্তি কেটে নিয়ে আসেন।

এদিন সকালে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

পরে শাহবাগ থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানোর শুনানি শুরু হয়। এসময় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী উপস্থিত ছিলেন। 

শুনানি শেষে আদালত তাকে গ্রেফতার দেখান। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে গত বছরের ২ সেপ্টেম্বর রাতে পুরান ঢাকার বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেফতার করা হয়। পরে তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

এসআই

Wordbridge School

অপরাধ-আদালত বিভাগের আরো খবর

Link copied!