• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

খালেদা জিয়ার জন্মদিন পালনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট


নিজস্ব প্রতিবেদক জুন ১৩, ২০২১, ১২:২৪ পিএম
খালেদা জিয়ার জন্মদিন পালনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ফাইল ছবি

ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ১৫ আগস্ট জন্মদিন পালন করার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। খালেদা জিয়ার জন্ম নিবন্ধনের সব নথি হাইকোর্টে জমা দেয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে। এক যুবলীগ নেতা রিটটি করেছেন।

রোববার (১৩ জুন) নিশ্চিত করেন রিটকারীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি।

আইনজীবী নাহিদ সুলতানা যুথি বলেন, `হাইকোর্টের এনএক্স ১৭ নম্বর কোর্টের ৩৫ নম্বরে আছে। আজকে এটির শুনানি হতে পারে। গত সপ্তাহে এটি ফাইল করা হয়েছে।

তিনি বলেন, ‘রাষ্ট্রের যেসব জায়গায় খালেদা জিয়ার জন্মনিবন্ধন বা জন্ম সংক্রান্ত তথ্য দেওয়া আছে সেখান থেকে তার সব তথ্য সরবরাহের নির্দেশনা চেয়েছি। একই সঙ্গে খালেদা জিয়ার সঠিক ও সুনির্দিষ্ট জন্মতারিখ ঘোষণারও নির্দেশনা চেয়েছি।'

রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করবেন বলে জানান যুথি।

রিটে স্বরাষ্ট্র্রসচিব, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, আইজিপি, ডিএমপি কমিশনার, গুলশান থানার ওসি ও খালেদা জিয়াকে বিবাদী করা হয়েছে।

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে খালেদা জিয়ার জন্মদিন পালন করা নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে বিতর্ক হয়ে আসছে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!