• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়লো


আদালত প্রতিবেদক মার্চ ২০, ২০২৪, ০১:০০ পিএম
খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়লো

ঢাকা : খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। নির্বাহী আদেশে এ মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

বুধবার (২০ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব জানান আইনমন্ত্রী।

তিনি বলেন, আগের মতো একই শর্তে তারা সাজা স্থগিতের মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছে।

মন্ত্রী জানান, তবে এক্ষেত্রে শর্ত হলো- খালেদা জিয়ে বিদেশ যেতে পারবেন না অর্থাৎ তাকে দেশে থেকে চিকিৎসা নিতে হবে। মানবিক কারণে খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেয়া হলেও একইরকম মানবিক কারণ দেখিয়ে বিদেশে চিকিৎসা নিতে পাঠানোর বিধান আইনে নেই।

আইনমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়ার সাজা স্থগিত সংক্রান্ত ফাইল আজকেই আইন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এমটিআই

Wordbridge School
Link copied!