• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি কারাগারে


আদালত প্রতিবেদক সেপ্টেম্বর ২, ২০২৪, ১১:৩২ এএম
সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি কারাগারে

ঢাকা : সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।  

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে টিপু মুনশিকে কারাগারে পাঠানোর আবেদন জানিয়ে আদালতে হাজির করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বাড্ডায় সুমন শিকদারের (৩১) মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।  

এর আগে বুধবার রাতে রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  ২০ আগস্ট নিহতের মা মাসুমা বাদী হয়ে শেখ হাসিনাসহ ১৭৯ জনের বিরুদ্ধে বাড্ডা থানায় হত্যা মামলা করেন।

বৃহস্পতিবার বিকালে টিপু মুনশিকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য আট দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক রেজাউল আলম।  শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৭ জুলাই বাড্ডার প্রগতি স্মরণিতে গুলিতে নিহত হন সুমন সিকদার। এ ঘটনায় সুমনের মা মাছুমা বাড্ডা থানায় হত্যা মামলা করেন।

এমটিআই

Wordbridge School
Link copied!