• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সাবেক কৃষিমন্ত্রীর বাড়ি থেকে টাকাসহ যা উদ্ধার করল পুলিশ


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৩০, ২০২৪, ১১:৪৮ এএম
সাবেক কৃষিমন্ত্রীর বাড়ি থেকে টাকাসহ যা উদ্ধার করল পুলিশ

ঢাকা : রাজধানীর উত্তরা থেকে সাবেক কৃষি মন্ত্রী আব্দুস শহীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে থানা হেফাজতে পুলিশের গাড়িতে উঠানো সময় বলেন কেউ ধাক্কাধাক্কি করবেন না।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে উত্তরা ১০ নম্বর সেক্টর দুই নম্বর সড়ক ৩৫ নম্বর বাড়ি থেকে তাকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বাড়িটির আশপাশে সাধারণ মানুষসহ বিএনপির নেতাকর্মীরা ভিড় জমায়। প্রায় চার ঘণ্টা পর বাসা থেকে বের করে পুলিশ।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে গ্রেপ্তার করা হয়েছে। তার উত্তরা বাসায় আমরা রাত ১১টায় অভিযান পরিচালনা করি। প্রায় ৪ ঘণ্টা অভিযান পরিচালনা করে রাত সাড়ে ৩টায় তাকে থানায় নিয়ে আসা হয়।

উত্তরা ১০ নম্বর সেক্টর দুই নম্বর সড়ক ৩৫ নম্বর বাড়ি থেকে আব্দুস শহীদকে বের করার সময় দুটি লাগেজ পুলিশ ভেনে উঠানো হয়। এর আগে উত্তরা ১০ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি নিরাপত্তা বিভাগের সহকারী কমান্ডার আবুল কালামসহ আরো দুইজন নিরাপত্তা কর্মীকে বাড়ির ভেতরে নিয়ে যায় পুলিশ।

সেখান থেকে বের হয়ে আবুল কালাম জানান, পুলিশ দুটি লাগেজ খুলে আমাদেরকে দেখিয়েছেন। সেখানে তিন কোটি অধিক টাকা, বিভিন্ন বৈদেশিক মুদ্রা, চারটি স্বর্ণের বার, অসংখ্য অলংকার রয়েছে। পুলিশ এসব দেখিয়ে আমাদের সাক্ষ্য গ্রহণ করেছে।

এমটিআই

Wordbridge School
Link copied!